পিচ নয়, যে বিশেষ কারণকে দুষলেন বাবর: ডট বলের ফাঁদে পাকিস্তানের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে চুরমার!
প্রতি ম্যাচেই ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষা নিচ্ছে নিউইয়র্কের পিচ। পাক-ভারত ম্যাচেও রাজত্ব করেছে বোলাররাই। পাকিস্তানকে ১২০ রানের লক্ষ্য দিয়ে ভারতের বোলাররা এনে দিয়েছে ৬ রানের জয়। তবে ড্রপ-ইন পিচে এসব স্বাভাবিক বলে মনে করেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
ম্যাচের পর পুরস্কার বিতরণীতে পিচের আচরণকে ম্যাচের হারের কারণ হিসেবে উপস্থাপন করেননি বাবর। তিনি মনে করেন প্রচুর ডট বল খেলা এবং পাওয়ারপ্লে কাজে লাগাতে না পারার কারণেই হেরেছে পাকিস্তান।
ম্যাচশেষে বাবর আজম বলেন, "আমার মনে হয় তারা দশ ওভারের পর ভালো বোলিং করেছে। আমরা ১২০ রান তাড়া করছিলাম। প্রথম দশ ওভারে আমরা বল প্রতি এক রান করে নিচ্ছিলাম। কিন্তু এরপর ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যায়।"
পাওয়ারপ্লেতে পাকিস্তান রান করে ১ উইকেটে ৩৫। বাবর জানান, ৪০-৪৫ রান করার লক্ষ্য ছিল পাকিস্তানের। তিনি বলেন, "টেলএন্ডারদের কাছে খুব বেশি আশা করতে পারি না। আমরা প্রথম ছয় ওভারে প্রত্যাশা অনুসারে ভালো করতে পারিনি। আমরা ৪০-৪৫ রান করার টার্গেট করেছিলাম এবং আমরা তা কাজে লাগাতে পারিনি।" "পিচ ভাল মনে হয়েছে। কিছুটা ধীরগতির এবং কিছু বল বেশি বাউন্স করছিল তবে ড্রপ-ইন পিচে আপনি এগুলো আশা করবেনই, " যোগ করেন বাবর।
২ ম্যাচ হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রয়েছে পাকিস্তান। ১১ জুন কানাডার বিপক্ষে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে তারা।
Comments
Post a Comment